গত ৭ এপ্রিল, ২০১২ শনিবার ইসলাম প্রচার সমিতির উদ্যোগে খিলগাঁও শাখায় (দক্ষিণ গোড়ান) এলাকার পথশিশুদের মাঝে আল-কুর’আনের অমিয় বাণী পৌছিয়ে দেয়ার জন্য কুর’আন শিক্ষা কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন খিলগাঁও শাখার সম্মানিত সভাপতি জনাব মুহাম্মেদ ইব্রাহিম হোসেন খান। প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় তরুন সমাজ জনাব এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সমাজ সেবক জনাব মাওঃ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইসলাম প্রচার সমিতির কেন্দ্রীয় অফিসের কর্মকর্তাবৃন্দ,স্থানীয় শাখা কমিটির সদস্যগণ, স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ এবং পথ শিশুদের অভিভাবকগণ। উদ্বোধনী অনুষ্ঠানে পথশিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন করা হয়।
চেয়ারম্যান মহোদয় তাঁর বক্তবে উল্লেখ করেন যে, ইসলাম প্রচার সমিতি ঢাকা মহানগরীতে ২০১১ সালে ১০০টি পথশিশু শিক্ষা কেন্দ্র চালু করার পরিকল্পনা হাতে নিয়েছে। এ কাজের অংশ হিসেবে এখানে প্রথম এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। তিনি পথশিশুদেরকে কুর’আনিক শিক্ষা প্রদানের মাধ্যমে আদর্শ মানুষ রুপে গড়ে তোলার কাজে সহযোগীতার জন্য সমাজের সকলকে সামার্থ অনুযায়ী এগিয়ে আসার আহবান জানান।